এসিড হামলা অব্যাহত 


ওয়েব ডেস্ক: ফের অ্যাসিড হামলা হুগলিতেএবার আক্রান্ত এক গয়নার দোকানের মালিকশনিবার রাতে ঘটনাটি ঘটে হিন্দমোটর স্টেশন লাগোয়া বটতলায় শনিবার রাত সাড়ে দশটায় তখনও মানুষজন ছিল রেল স্টেশন লাগোয়া বটতলায়গয়নার দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলেন পিয়ালী কর্মকার নামে ওই মহিলাসেই সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে দুষ্কৃতীরাঅ্যাসিড এসে লাগে তাঁর হাতে ও পায়েতাতে সামান্য দগ্ধ হয়েছেন তিনিকাপড়ে মুখ ঢাকা থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেননি আক্রান্ত মহিলাসঙ্গে সঙ্গে ওই এলাকায় লোক জমে যায়খবর দেওয়া হয় পিয়ালীদেবীর বাড়িতেউত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলাকে বা কারা অ্যাসিড ছুঁড়ল জানতে তদন্তে নেমেছে পুলিশ হিন্দমোটর এলাকায় যদিও অ্যাসিড হামলার ঘটনা এই প্রথম নয়এর আগে ২০১২ সালে সেখানে আক্রান্ত হয়েছিলেন এক তরুণীহুগলি জেলার অন্যত্রও অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে

(খবরটি ১৭/০৭/২০১৭ তে ২৪ঘণ্টায় প্রকাশিত)

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...