ওজন বাড়তি হলেই কাটা যাবে নম্বর ৷ পড়ুয়াদের মধ্যে স্থূলতা অর্থাৎ ওবেসিটি রুখতে কড়া পদক্ষেপ নিল চিন ৷ আমাদের প্রতিবেশী দেশের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে সুস্থ থাকার জন্য সচেতনতা বাড়িয়ে তুলতে নিল অভিনব পদক্ষেপ ৷
সর্বভারতীয়
সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চিনের এক বিশ্ববিদ্যালয়ে
পড়ুয়াদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে দেহের হাইট
অনুযায়ী ওজন সামঞ্জস্যপূর্ণ না হলেই কাটা যাবে নম্বর ৷ অতিরিক্ত ওজনের
জন্য পরীক্ষার্থীদের নম্বর কেটে নেবে বিশ্ববিদ্যালয় ৷
জাঙ্ক
ফুড, রেডি টু ইট খাবারের প্রতি আকর্ষণই ছোট ছোট পড়ুয়াদের ওজন বাড়িয়ে
তুলছে ৷ ওবেসিটির কারণে কম বয়সেই শরীরে হানা দিচ্ছে উচ্চ রক্তচাপ, সুগারের
মতো অসুখ ৷ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থতা সম্পর্কে সচেতন করতেই এই
পদক্ষেপ বলে জানিয়ে জিয়াংসু প্রদেশের নানজিয়াং কৃষি বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ ৷
অতিরিক্ত
ওজন ঝরিয়ে ফেলতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ কোর্সও চালু করা
হয়েছে ৷ ওজন কমাতে ব্যায়ামের প্রতি কিশোর-কিশোরীদের আগ্রহ জাগিয়ে তোলাই
এই কোর্সের উদ্দেশ্য ৷ ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঝৌ কুয়ানফু
জানিয়েছেন, নতুন নিয়ম চালু হওয়ার পর পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বরই ওজন কত
তার ওপর নির্ভরশীল ৷ হাইট ও ওজন অনুযায়ী নির্দিষ্ট ওজনের অতিরিক্ত থাকলেই
পড়ুয়াদের অন্তত ৭ শতাংশ নম্বর পেতে হবে ৷ তবেই এই কোর্সে পাশ করা যাবে ৷
মার্কশিটে
নম্বর কাটা আটকাতে পড়াশোনার পাশাপাশি এখন ফিটনেস নিয়েও সচেতন হয়ে
পড়ুয়ারা ৷ বাড়তি ওজন ঝরাতে ট্রেডমিলে দৌড়নো থেকে ডায়েট চার্ট মেনে
খাবার খাওয়া সবই শুরু করেছেন তারা ৷
সূত্র- Click Here

No comments:
Post a Comment