বিশ্বের প্রথম এক রোবট নাগরিক, নাগরিকত্ব দিল সৌদি আরব


জেদ্দা : বিশ্বের প্রথম দেশ হিসেবে এক রোবটকে নাগরিকত্ব দিল সৌদি আরব। ওই রোবটের নাম সোফিয়া দ্য হিউম্যানয়েড। তাকে দেখতে নাকি মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মত। 


 সোফিয়া সাক্ষাৎকারও দিয়েছে। তাতে সে বলেছেপৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে সে অত্যন্ত গর্বিত। হংকংয়ের সংস্থা হ্যানসন রোবোটিক্স সোফিয়াকে তৈরি করে। এদের কাজ মানুষের মত দেখতে রোবট তৈরি। মানুষের মতই যাবতীয় হাবভাব তার। এমনকি রেগে তাকাতে পারেচাইতে পারে হাসিমুখেও। সোফিয়া বলেছেসে মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চায়। তাদের বুঝতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চায়। তাছাড়া মানুষের জীবনযাত্রার উন্নয়নেও সে তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে চায়।

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...