ভারতের দু’-দু’টি চন্দ্রাভিযান হবে আগামী বছরের গোড়ার দিকেই। একটি ইসরোর ‘চন্দ্রযান-২’। অন্যটি টিম ইন্ডাসের চন্দ্রাভিযান। দু’টিই হবে দেশের মাটি থেকে। টিম ইন্ডাসের মহাকাশযানও চাঁদ মুলুকে রওনা হবে ইসরোর বানানো পিএসএলভি রকেটে চেপেই।
আগে চাঁদের কক্ষপথে ২০০৮ সালে ইসরো পাঠিয়েছিল ‘চন্দ্রযান-১’। আর টিম ইন্ডাসের চন্দ্রাভিযানে একই সঙ্গে পাঠানো হবে অরবিটার, ল্যান্ডার ও রোভার। তার মানে, একটি কৃত্রিম উপগ্রহ তো চক্কর মারবেই চাঁদের কক্ষপথে, তার সঙ্গে চাঁদের মাটিতে নামানো হবে একটি ল্যান্ডার। চাঁদের মাটি পরীক্ষা করতে চষে বেড়ানোর জন্য পাঠানো হচ্ছে একটি রোভারও।
ইসরো সূত্রের খবর, চাঁদে একই সঙ্গে অরবিটার, ল্যান্ডার ও রোভার পাঠানোর লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স’-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে টিম ইন্ডাসের।
সূত্র- http://www.anandabazar.com/others/science/india-s-two-moon-missions-in-early-2018-dgtl-1.650336?ref=strydtl-rltd-science

No comments:
Post a Comment