তাজমহলে শিবস্তোত্র পাঠ যোগী বাহিনীর





সংবাদ সংস্থা: এই বৃহস্পতিবারেই তাজমহলে যাওয়ার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরতবে তার আগেই সেখানে পৌঁছে শিবস্তোত্র পাঠ করল তাঁর নিজের হাতে গড়ে তোলা সংগঠন হিন্দু যুবা বাহিনী’-র সদস্যরাএমন বেআইনি কাজ করায় যোগীর সংগঠনের নেতারা গ্রেফতার হয়েছেনতবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ ও বিশ্বহিন্দু পরিষদের নেতা বিনয় কাটিয়াররামমন্দির আন্দোলনের এই শীর্ষস্থানীয় নেতা আজ ফের দাবি করেছেন, ‘‘তাজমহল আসলে একটি শিব মন্দিরফলে এর নাম বদলে তাজ মন্দিরকরে দেওয়া হোক’’ পুলিশ সূত্রের খবর, হিন্দু যুবা বাহিনীর আলিগড় শাখার সভাপতি ভরত গোস্বামী ও সংগঠনের আরও কয়েক জন কর্মী সোমবার তাজমহলে গিয়েছিলেনসেখানে শিব চালিশা পড়তে শুরু করেন তারাকিছু ক্ষণ পরে ব্যাপারটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ-এর নজরে আসেতাঁরা সঙ্গে সঙ্গে পাঠ বন্ধ করে দিতে বলেনকিন্তু রাজি হয় না যোগীর সংগঠনের কর্মীরাসিআইএসএফ জানিয়ে দেয়, তাজমহলে যে কেউ আসতে পারেন, কিন্তু এখানে এ ভাবে প্রার্থনা করা যাবে না কারণ সেটা আইনবিরুদ্ধকিন্তু হিন্দু যুবা সংগঠনের কর্মীরা পাল্টা বলেন, তাজমহলে যদি নমাজ পড়া যায়, তা হলে শিবস্তোস্ত্র পাঠ করা যাবে না কেন? তেমন হলে তাজে নমাজ পড়াও বন্ধ করে দেওয়া হোকনিরাপত্তা বাহিনী যদিও এ সব কথায় গুরুত্ব না দিয়ে যোগীর স‌ংগঠনের কর্মীদের তাজমহলের বাইরে বের করে আনে তাদের গ্রেফতার করা হয়পরে লিখিত ভাবে দুঃখপ্রকাশ করলে ছেড়ে দেওয়া হয় হিন্দু যুবা সংগঠনের কর্মীদের   
সূত্র :- http://www.anandabazar.com/national/yogi-s-hindu-yuva-bahini-reached-taj-mahal-and-read-shibestotra-illegally-1.695685?ref=hm-editorschoice                      

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...