২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস



আগামী ২৮ অক্টোবর রাজধানী এক্সপ্রেসের সূচনা হবে। পতাকা নেড়ে যাত্রার সূচনা করবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই। রাজ্য প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে উত্তরপূর্ব সীমান্ত রেল থেকে বার্তা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আগরতলা থেকে ২৮ অক্টোবর রাজধানী এক্সপ্রেসের যাত্রার সূচনা হবে। আগরতলা থেকে দিল্লী গামী এই ট্রেনের যাত্রার সূচনা করতে আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই।
তবে, আগরতলা থেকে এই ট্রেন গুয়াহাটি হয়ে দিল্লীর আনন্দ-বিহার স্টেশনে যাবে। ত্রিপুরার জন্য এই দ্রুতগামী ট্রেনটি আনন্দ-বিহার স্টেশন থেকেই ছাড়বে। নতুন দিল্লী কিংবা পুরানো দিল্লী স্টেশনে যাবেনা।

সূত্র- এখানে ক্লিক করুন

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...