হুমকি আইসিসের








ফুটবল বিশ্বকাপে হামলার হুমকি দিয়ে পোস্টার আইসিসের

সংবাদ সংস্থা : ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে হামলা চালানোর হুমকি দিল ইসলামিক স্টেটসটুর্নামেন্ট শুরুর ঠিক ৭ মাস আগে মেসির ছবি ব্যবহার করে হুমকি পোস্টার বানিয়ে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করল জঙ্গি সংগঠনটি
সম্প্রতি প্রকাশ্যে আসা ওই পোস্টারে দেখা যাচ্ছে, গরাদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন আর্জেন্তিনিয় ফুটবল তারকা লিওনেল মেসিবাঁ চোখ দিয়ে রক্ত ঝরছে তাঁরপোস্টারে হুমকি দিয়ে লেখা রয়েছে, 'কসম খাচ্ছি, মুজাহিদিনরা তোমাদের ছারখার করে দেবে
লিওনেল মেসির ছবি ব্যবহার করে পোস্টার সামনে আসার পর আতঙ্ক ছড়িয়েছে প্রসঙ্গত এপ্রিল মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হামলা চালায় আইসিসওই হামলায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়।

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...