১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে।
জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে মি. আইনস্টাইন সে সম্পর্কে উপদেশ দিয়েছিলেন।
তিনি মন্তব্য করেন, দীর্ঘদিনের বাসনা পূরণ হলেই যে কেউ সুখী হবে এমন কোন কথা নেই।
মি. আইনস্টাইন ১৯২২ সালে টোকিওতে এক ক্যুরিয়ার কর্মীকে এই নোট বখশিশ হিসেবে দিয়েছিলেন।
তিনি সে সময় জাপানে এক লেকচার ট্যুরে ছিলেন।সেদিনই তিনি জানতে পারেন যে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরষ্কার পেয়েছেন।এই খবর পাওয়ার পর একজন ক্যুরিয়ার কর্মী তার কাছে আসেন কিছু একটা ডেলিভারি দিতে।
কিন্তু সে সময় বখশিশ দেয়ার কোন নগদ অর্থ বিজ্ঞানীর পকেটে ছিল না।বখশিশের পরিবর্তে টোকিওর ইম্পেরিয়াল হোটেলের ছাপ দেয়া এক কাগজের ওপর তিনি একটি ছোট্ট নোট লিখে তাতে সই করেন।

নোটটি ঐ কর্মীর হাতে দেয়ার সময় তিনি বলেছিলেন যে ভাগ্যবান হলে এই নোট থেকেই একদিন তিনি প্রচুর অর্থ পাবেন।নোটে লেখা ছিল:
 "সাফল্যের পেছনে ছোটা এবং তার জন্য জীবনে যে অস্থিরতা আসে তার চেয়ে সুস্থির ও সাদাসিধে জীবন অনেক বেশি শান্তি বয়ে আনবে।"
মি. আইনস্টাইনের হাতে লেখা দ্বিতীয় একটি নোটও নিলামে তোলা হয়। এতে লেখা ছিল: "ইচ্ছে থাকলে উপায় হয়।"
নিলামে এই নোটটি বিক্রি হয় ২৪০,০০০ ডলারে।নিলামকারী সংস্থার কর্মকর্তা বলছেন, যে দর ঠিক করা হয়েছিল নিলামে তার চেয়েও বেশি ডাক উঠেছে।তারা বলছেন, দুটি নোটের একটি কিনেছেন ইয়োরোপের একজন নাগরিক, যিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক।আর ঐ নোটটি বিক্রি করেছেন সেই ক্যুরিয়ার কর্মীর ভাতিজা।




অ্যালবার্ট আইনস্টাইনের আরও কিছু অমর বাণী:
  • যে চিন্তার ফসল হিসেবে আমরা কোন সমস্যা তৈরি করি, সেই একই চিন্তুা দিয়ে সেই সমস্যাটির সমাধান করা যায় না।
  • প্রকৃত বুদ্ধিমত্তার চিহ্ন জ্ঞান নয়, কল্পনাশক্তি।
  • প্রকৃতি আমাদের কাছে এ পর্যন্ত যা প্রকাশ করেছে, তার এক হাজার ভাগের এক ভাগও আমরা সে সম্পর্কে জানি না।
  • সুন্দরী নারীর কাছে থাকলে এক ঘন্টাকে মনে হয় এক সেকেন্ড, আর গরম কয়লার ওপর এক সেকেন্ড থাকলে মনে হয় এক ঘন্টা। এটাই রিলেটিভিটি।    
  • তথ্যসূত্র ঃ- Click Here              

প্রেমের আশ্চর্য্য কিছু প্রভাব



 প্রেমে পড়লে শরীরে তার কী কী প্রতিক্রিয়া হয়? হৃদস্পন্দন বেড়ে যায়, হাত ঘামতে থাকে, পেটের ভেতর কেমন শিরশির করে-এসব তো সিনেমার পর্দা মারফত্‍ সকলেরই প্রায় জানা হয়ে গিয়েছে। বাস্তবে বিজ্ঞানীরা দেখেছেন, এক ধরণের হরমোন আমাদের মনে উত্তেজনা ছড়ায় আর তার প্রতিক্রিয়া হিসেবেই ওইসব ঘটে। যে হরমোনের জন্য মন এত উতলা হয় তার নাম কী?
আদতে প্রেমে পড়লে দেহ-মনে যেসব প্রতিক্রিয়া হয় তার জন্য দায়ী টেস্টোস্টেরন নামের এক হরমোন। কোনেও মানুষ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হলে টেস্টোস্টেরন বাড়তে শুরু করে। প্রেমের ওই প্রাথমিক ধাপেই দেখা দেয় হৃত্‍স্পন্দন বেড়ে যাওয়া, হাত কাঁপার মতো উপসর্গগুলো। দেখা গেছে, প্রেমে পড়া মানুষের দেহে অন্য সব মানুষের তুলনায় টেস্টোস্টেরন অনেক বেশি থাকে।
প্রেমের সর্বোচ্চ পর্যায়ে কাজে নেমে পড়ে ডোপামিন। এই হরমোন-এর অন্য নাম, 'সুখের হরমোন'। শুধু প্রেমে পড়লেই যে এই হরমোন ক্রিয়াশীল হয় তা কিন্তু নয়, কোকেন বা সিগারেটের নেশা করলেও ডোপামিন উজ্জীবিত হয়।

কুকুর টুইট করে রাহুল গান্ধীর হয়ে!


এ কারণেই অনেকে বলেন, প্রেমে পড়া আর নেশা করা একই। সেরোটোনিন নামে এক ধরণের হরমোন আছে যা আমাদের মনের আনন্দ আর আবেগকে স্থির রাখে। প্রেমে পড়লে সেরোটোনিন কমে যায়। ফলে প্রেমিক-প্রেমিকার আবেগ সংবরণ কষ্টসাধ্য হয়ে পড়ে।

তারা তখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর কিছু ভাবতেই পারেনা।
তবে প্রেমের যে পর্যায়ে বুক ধড়ফড় করে, হাত ঘামায় তখন অ্যাড্রেনালিন নামের একটা হরমোনও খুব বেড়ে যায়। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধা কমে যায়। কম খাওয়া-দাওয়া করার ফলে শরীর দ্রুত ভেঙে পড়তে থাকে।প্রেমে পড়ার তিন-চার মাস পর সাধারণত সম্পর্কে একটা স্থিতি আসে। তখন শুরু হয় আরেক হরমোন অকসিটোসিনের কাজ।

এই হরমোন দেহে বিশেষ বিশেষ মুহূ্র্তে, যেমন মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তখন তৈরি হয়। এই হরমোনের কারণে দু-জনের সম্পর্কটা আরেও ঘনিষ্ঠ হয়। প্রেমিক-প্রেমিকা যখন চুম্বন করেন, তখনও দুজনের শরীরে অকসিটোসিন তৈরি হয়। আর এভাবেই দুজন দীর্ঘস্থায়ী সম্পর্কের পথে এগিয়ে যান।

 সংগ্রহণ সূত্র ঃ- Click Here

কুকুর টুইট করে রাহুল গান্ধীর হয়ে! টুইট পালটা টুইটে টুইটার সরগরম




 
নয়াদিল্লি: হঠাৎ করে অস্বাভাবিক হারে  টুইটারে  তাঁর জনপ্রিয়তা বেড়ে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। রাশিয়া, কাজাখস্তানের জাল টুইটার হ্যান্ডলদের প্রতিও ইশারা করেছেন অনেকে।  কিন্তু রাহুল গাঁধীর বলছেন অন্য কথা।
তাঁর পোষা কুকুরের একটি ভিডিও পোষ্ট করে তিনি বলেছেন- তাঁর বক্তব্য, পোষা কুকুরটিই  টুইট করে তাঁর হয়ে।
ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি কুকুরকে নমস্কার করতে বলছেন, কুকুরও দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে তাঁর নির্দেশ পালন করছে।
রাহুল লিখেছেন, লোকে জানতে চাইছে, এর হয়ে টুইট করে কে… আমি তো এ ব্যাপারে পরিষ্কার, আমিই করি… আমি পিডি। আমি ওর থেকে অনেক কুল। দেখ আমি টুইট নিয়ে কী করতে পারি… উপস… ট্রিট নিয়ে!

=>>>>>> ৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!





রাহুলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করতে পিছিয়ে রইলেন না  অসমের প্রাক্তন কংগ্রেস নেতা ও বর্তমান  বিজেপির মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি  টুইট করে বলেন, এই পিডিকে তিনি ভালই চেনেন, যখনই তাঁরা রাহুলের সঙ্গে রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করতে যেতেন, তিনি কুকুরকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়তেন।




এই নিয়ে শুরু হয়ে যায় আর এক দফা হইচই।জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেস সহ সভাপতির টুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে। আচমকা এই বৃদ্ধিতে অনেকেই ভুরু কুঁচকেছেন। রাহুল সমালোচকদের দাবি, তাঁর অনেক ফলোয়ারই অক্টোবরে টুইটারে যোগ দিয়েছেন, একটাও টুইট করেননি। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, রাশিয়া, কাজাখ ও ইন্দোনেশিয়া থেকে কৃত্রিমভাবে তাঁর টুইট রিটুইট করা হচ্ছে।

 আরো পড়ুন-  Click Here


বিশ্ববিদ্যালয়ে সর্দার পটেলের জন্মদিবস পালনের নির্দেশ কেন্দ্রের


কলকাতা: এবার সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস পালন নিয়েও কেন্দ্রের সঙ্গে নয়া সংঘাতে জড়াল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশকে উদ্ধৃত করে ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি। বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর, মঙ্গলবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পটেলের জন্মদিবস পালন করতে হবে। গ্রাম শহরের পড়ুয়াদের সংহতি দৌড়ে অংশ নিতে হবে। ঐক্যকে থিম করে নাটক ও গান করতে হবে। আজকের ভারতে পটেলের গুরুত্ব নিয়ে লিখতে হবে রচনা। পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামীদের সম্বর্ধনার ব্যবস্থা করতে হবে। এখানেই শেষ নয়, অনুষ্ঠানের ছবি তুলে ই-মেল করতে হবে। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে কোনও সম্মান জানানো যায় না। ছবি তুলে পাঠানোর কথা মানতেও চায় না রাজ্য।
প্রসঙ্গত, ৩০ তারিখ স্কুলে স্কুলে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই প্রেক্ষিতে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বল্লভভাই পলেটের জন্মদিন সরকার নিজের মতো করে পালন করবে। তার জন্য কেন্দ্রের নির্দেশ দরকার নেই।
কেন্দ্র-রাজ্য এই সংঘাত অবশ্য প্রথম নয়। শিক্ষক দিবস পালন থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শোনানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার নিয়েও অতীতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে গিয়েছে রাজ্য। এবার স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী বল্লভভাই পটেলের জন্মদিন পালন নিয়েও সংঘাত।

সূত্রClick here

আরও পড়ুন---    ৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!

৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!



নবদ্বীপ: রানাঘাটের পর এবার নবদ্বীপ। ফের আশ্রমের মধ্যেই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা বছর পঁচাত্তরের এক বৃদ্ধার দাবি, গত ২১ তারিখ পোড়াঘাটের একটি আশ্রমে তাঁকে ধর্ষণ গোপাল মহারাজ নামে সেখানকারই এক কর্মী। অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে আশ্রমের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ

সূত্র-- Click Here

আরও পড়ুন -   গোটা একটা গ্রামের সকলেই জন্মেছে পয়লা জানুয়ারীতে !

গোটা একটা গ্রামের সকলেই জন্মেছে পয়লা জানুয়ারীতে !


হরিদ্বার: হ্যাঁ শুনতে আশ্চর্য জনক ও অসম্ভব মনে হলেও  এটাই সম্ভব করে দেখিয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে গেন্দিখাতা গ্রাম ৷ বাবা , মা , ঠাকুমা থেকে প্রতিবেশী সকলের জন্মদিনই ১লা  জানুয়ারী ! কিন্তু কী করে সম্ভব হল এটা? আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
কেন্দ্রের নির্দেশ মেনে গেন্দিখাতা গ্রামের বাসিন্দারাও তাদের প্রত্যেকের আধার কার্ড তৈরি করেছেন ৷ সেই তথ্য অনুযায়ী সামনে এসেছে একটি অদ্ভুত বিষয় ৷ তথ্য দেখা গিয়েছে গ্রামের প্রায় ৮০০ জন বাসিন্দার জন্ম তারিখ ১ জানুযারী ৷

হরিদ্বারের মহকুমা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে বিষেয়টি তাদের নজরে এসেছে ৷ ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷
গ্রামবাসীরা জানিয়েছেন যে আধার কার্ড তৈরি করার জন্য তারা সকলে নিজেদের রেশন ও ভোটার কার্ড জমা দিয়েছিল ৷ কিন্তু তারপরও এমন ভুল কী করে হল ? গোটাটাই ঘটেছে আধার কার্ড প্রস্তুতকারী সংস্থার ভুলে বলে তাদের দাবি।

বিশ্বের প্রথম এক রোবট নাগরিক, নাগরিকত্ব দিল সৌদি আরব


জেদ্দা : বিশ্বের প্রথম দেশ হিসেবে এক রোবটকে নাগরিকত্ব দিল সৌদি আরব। ওই রোবটের নাম সোফিয়া দ্য হিউম্যানয়েড। তাকে দেখতে নাকি মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মত। 


 সোফিয়া সাক্ষাৎকারও দিয়েছে। তাতে সে বলেছেপৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে সে অত্যন্ত গর্বিত। হংকংয়ের সংস্থা হ্যানসন রোবোটিক্স সোফিয়াকে তৈরি করে। এদের কাজ মানুষের মত দেখতে রোবট তৈরি। মানুষের মতই যাবতীয় হাবভাব তার। এমনকি রেগে তাকাতে পারেচাইতে পারে হাসিমুখেও। সোফিয়া বলেছেসে মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চায়। তাদের বুঝতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চায়। তাছাড়া মানুষের জীবনযাত্রার উন্নয়নেও সে তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে চায়।

এসে গেলো হোয়াটসঅ্যাপ "ডিলিট ফর এভরিওয়ান"


নয়াদিল্লি:  অবশেষে এসে গেল হোয়াটসঅ্যাপের সেই দীর্ঘপ্রতিক্ষীত বিশেষত্বটি। ডিলিট ফর এভরিওয়ান ফিচার। ওয়াবিটাইনফো, হোয়াটসঅ্যাপের এই ফ্যান সাইটটি ঘোষণা করেছে এই চ্যাট-অ্যাপের নয়া ফিচারটি শীঘর্ই অ্যান্ড্রোয়েড, আইওএস এবং উইনডোজ ফোনে পাওয়া যাবে। জানা গিয়েছে, এই নয়া ফিচার আজ থেকে পাওয়া যাবে। এই ফিচার চালু হওয়ার ফলে ব্যবহারকারীরা কাউকে ভুলবশত কোনও বার্তা পাঠিয়ে ফেললে, বা ভুল ম্যাসেজ লিখে ফেললে, সেটা ডিলিট করতে পারবেন। ওয়াবিটাইনফোর দাবি, এই ফিচার চালু হলে সেন্ডার এবং রিসিভার দুজনের চ্যাটের থেকেই মুছে যাবে ভুলবশত পাঠানো মেসেজটি।
মূলত, এই ফিচার কাজ করবে যেকোনও রকমের জিআইএফ, টেক্সট, ইমেজ, ভয়েস ম্যাসেজ, লোকেশন, স্টিকার, কনট্যাক্ট কার্ড, স্ট্যাটাস রিপ্লাই এবং কোটেটড মেসেজ পাঠানোর ক্ষেত্রেই। কেউ এগুলো কোথাও না পাঠাতে চাইলে, কিন্তু পাঠিয়ে ফেললে সেটা ডিলিট করা যাবে।
কিন্তু কীভাবে কাজ করবে এই ফিচারটি……
ধরুন সেন্ডার একটি মেসেজ রিসিভারকে পাঠিয়েছেন, কিন্তু পরে সেটা মুছে দিয়েছেন। তখন রিসিভার একটি মিথ্যা মেসেজ পাবেন, সেটা তাঁর ফোনে দেখা যাবে না। এমনকি সেটা চ্যাট হিস্ট্রিতেও সেভ হবে না। তবে যদি মেসেজটার আইডি ডেটাবেসে থেকে যায়, তাহলে সেটা খুঁজে পেলেও পাওয়া যেতে পারে।
তবে ডিলিট ফর এভরিওয়ান ফিচারটি এই ক্ষেত্রগুলোয় কাজ করবে না….
Message contained in a quoted message cannot be revoked.
It’s not possible to delete for everyone messages sent in a Broadcast List.
Messages can be recalled only within a 7 minutes of time frame after which you cannot recall or revoke it.
তবে এই ফিচারটি যথাযথ ভাবে তখনই কাজ করবে, যখন হোয়াটসঅ্যাপের নতুন ভার্সানটি সেন্ডার এবং রিসিভার দুজনেই ব্যবহার করবে। ধীরে ধীরে ফিচারটি ব্যবহারকারীর নতুন হোয়াটসঅ্যাপ ভার্সানে কাজ করা শুরু করবে। অ্যাকটিভেশন ম্যাসেজ আসবে ব্যবহারকারীর কাছে। কিন্তু যদি না আসে, তাহলে  হোয়াটসঅ্যাপটি আনইনস্টল করে আবার রিইনস্টল করতে হবে। অথবা নতুন ভার্সানে হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে এই স্টেপগুলো ফলো করতে হবে  Setting> Chats>Backup and perform it।

সূত্র- Click Here

Read More স্বাধীনতার স্বপ্নভঙ্গ !   

স্বাধীনতার স্বপ্নভঙ্গ !


বার্সিলোনা:  স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করার কিছু সময়ের মধ্যেই হারাতে হলো সেই স্বাধীনতা ।
গতকাল স্পেনে দুটি সম্পূর্ণ বিপরীত বিষয়ে ঐতিহাসিক ভোট হয়। একটি ক্যাটালোনিয়ার স্বাধীনতার পক্ষে, অন্যটি সেখানে সাংবিধানিক নীতি পুনঃপ্রবর্তনের পক্ষে। মাদ্রিদে স্পেন সরকার অনায়াসে ভোটে জিতে যায়। সেনেট ক্যাটালোনিয়ার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার অধিকার দেয় তাদের। বার্সেলোনায় অবশ্য ক্যাটালোনিয়ার স্বাধীনতাকামীদের পক্ষে ভোট জয় অতটা সহজ হয়নি। যাঁরা স্বাধীনতার বিপক্ষে, তাঁরা বলেন, এটা অভ্যুত্থান ছাড়া কিছু নয়, ঐতিহাসিক ভুল। যদিও ক্যাটালান পার্লামেন্টে গোপন ব্যালটে ভোটাভুটিতে সহজেই জিতে যান স্বাধীনতাকামীরা। তিনটি জাতীয় দলের সদস্যরা বিরোধিতায় ওয়াকআউট করেন। বলা হয়, স্বাধীন, সার্বভৌম ও সামাজিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ক্যাটালোনিয়া আত্মপ্রকাশ করল। বার্সেলোনায় ক্যাটালানের আঞ্চলিক সদর দফতরের সামনে নেমে আসেন হাজার হাজার স্বাধীন ক্যাটালোনিয়া সমর্থক।
যদিও এই আনন্দ বেশিক্ষণ টেকেনি। খবর আসে, স্পেনীয় সেনেট স্বায়্ত্ত্বশাসিত ক্যাটালোনিয়াকে সরাসরি শাসনের আওতায় নিয়ে এসেছে। মাদ্রিদের স্পেন সরকার ক্যাটালোনিয়ার প্রেসিডেন্টকে বহিষ্কার করে, পার্লামেন্ট ভেঙে দেয়। প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় টেলিভিশন বক্তৃতায় ঘোষণা করেন, ২১ ডিসেম্বর ক্যাটালোনিয়ায় নতুন করে ভোট হবে। প্রধানমন্ত্রী বলেন, স্পেন অত্যন্ত দুঃখের ভেতর দিয়ে চলেছে, আমরা মনে করি, সব ক্যাটালানবাসীর কথা শোনা দরকার, যাতে তাঁরা তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন, বাইরে থেকে আর কেউ তাঁদের হয়ে কলকাঠি নাড়তে না পারে।
ফ্রান্স, জার্মানির মত বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জানিয়ে দেয়, স্বাধীন ক্যাটালোনিয়া তারা মানে না, স্পেনের একতাই কাম্য। ইউরোপীয় ইউনিয়নও ঘোষণা করে, তারাও স্বীকৃতি দেয় শুধু অখণ্ড স্পেনকে।
ফলে স্পেনের সঙ্কট এখন সম্ভবত বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে। মাদ্রিদ ক্যাটালোনিয়ার স্বায়ত্ত্বশাসন খারিজ করে সরকার ফেলে দিয়েছে বলে জানার পরেই স্বাধীন ক্যাটালোনিয়াকামীরা আইন অমান্য করবেন বলে জানিয়েছেন। প্রধান বিচ্ছিন্নতাবাদী দল ক্যাটালান ন্যাশনাল অ্যাসেম্বলি সরকারি কর্তাদের স্পেনীয় সরকারের নির্দেশ না মানার হুকুম দিয়েছে, বলেছে, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করতে।
এই ডামাডোলের তুমুল প্রভাব পড়েছে আঞ্চলিক অর্থনীতিতে, স্পেনীয় কোম্পানির শেয়ার হুড়মুড়িয়ে বেচে দেওয়া হয়েছে।
ইউরোপীয় দেশগুলি ভয় পাচ্ছে, এর ফলে গোটা মহাদেশে বিচ্ছিন্নতাবাদী প্রভাব বাড়তে পারে।
ক্যাটালোনিয়া স্পেনের অন্যতম সমৃদ্ধ এলাকা, এখানে ইতিমধ্যেই ভালরকম স্বায়ত্ত্বশাসন রয়েছে। কিন্তু ১৯৩৯-১৯৭৫-এ স্বৈরাচারী ফ্রাঙ্কোর শাসনকালে এই এলাকায় দমননীতি চালানো হয়। সেই ক্ষোভ ক্যাটালোনিয়াবাসীর এখনও যায়নি।

সূত্র- Click Here

আরও পড়ুন-  রাধে মা-র হুমকি ‘১৫ দিনের মধ্যে দেখে নেব’ 
                   ক্রিকেটে ব্ল্যাক-ম্যাজিক !! 

রাধে মা-র হুমকি ‘১৫ দিনের মধ্যে দেখে নেব’


‘১৫ দিনের মধ্যে দেখে নেব’, এবার সাংবাদিকদের এই সুরেই হুমকি দিলেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। শুধু তাই নয়, সাংবাদিকরা তাঁদের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করলে, তাঁদের উপর চোটে যান স্বঘোষিত ধর্মগুরু। রাধে মা-র ওই হুমকি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশে একটি অনুষ্ঠানে হাজির হন রাধে মা। সেখানে তাঁকে ‘কালো জাদু’ নিয়ে প্রশ্ন করা হলে, সাংবাদিকদের উপর রেগে যান তিনি। ইন্ডিয়া টিভি-র খুর অনুযায়ী, এরপর সাংবাদিকদের দিকে আঙুল তুলে শাসানি দিতে শুরু করেন রাধে মা। শুধু তাই নয়, প্রশ্নকারী সাংবাদিকরা আগামী ১৫ দিনের মধ্যে ‘শনির কোপে’ পড়বেন বলেও হুমকি দেন রাধে মা। সেই সঙ্গে সেখানে হাজির সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ওই স্বঘোষিত ধর্মগুরু। রাধে মা-র ওই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একাধিক বিতর্কে জড়িয়েছেন রাধে মা। কখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন টেলি অভিনেত্রী ডলি বিন্দ্রা আবার কখনও তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন কোনও গৃহবধূ। ফলে সবকিছু মিলিয়ে, প্রায় সব সময় বিতর্কের বলয়ে থাকেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা।
সূত্র - Click Here

 অতিরিক্ত ওজন হলে এবার পরীক্ষায় কাটা যাবে নম্বর, নয়া নিয়ম 
সেক্স টেপ দেখিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেল,সাংবাদিক গ্রেফতার
সিনেমা হলে জাতীয় সঙ্গীত প্রসঙ্গ : প্রশ্ন গৌতম গম্ভীরের
বিয়ে করছেন কবে? যখন রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র
একদিনের জন্য পাইলট হল ছয় বছরের শিশু

অতিরিক্ত ওজন হলে এবার পরীক্ষায় কাটা যাবে নম্বর, নয়া নিয়ম
















ওজন বাড়তি হলেই কাটা যাবে নম্বর ৷ পড়ুয়াদের মধ্যে স্থূলতা অর্থাৎ ওবেসিটি রুখতে কড়া পদক্ষেপ নিল চিন ৷ আমাদের প্রতিবেশী দেশের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে সুস্থ থাকার জন্য সচেতনতা বাড়িয়ে তুলতে নিল অভিনব পদক্ষেপ ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চিনের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে দেহের হাইট অনুযায়ী ওজন সামঞ্জস্যপূর্ণ না হলেই কাটা যাবে নম্বর ৷ অতিরিক্ত ওজনের জন্য পরীক্ষার্থীদের নম্বর কেটে নেবে বিশ্ববিদ্যালয় ৷
জাঙ্ক ফুড, রেডি টু ইট খাবারের প্রতি আকর্ষণই ছোট ছোট পড়ুয়াদের ওজন বাড়িয়ে তুলছে ৷ ওবেসিটির কারণে কম বয়সেই শরীরে হানা দিচ্ছে উচ্চ রক্তচাপ, সুগারের মতো অসুখ ৷ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থতা সম্পর্কে সচেতন করতেই এই পদক্ষেপ বলে জানিয়ে জিয়াংসু প্রদেশের নানজিয়াং কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ কোর্সও চালু করা হয়েছে ৷ ওজন কমাতে ব্যায়ামের প্রতি কিশোর-কিশোরীদের আগ্রহ জাগিয়ে তোলাই এই কোর্সের উদ্দেশ্য ৷ ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঝৌ কুয়ানফু জানিয়েছেন, নতুন নিয়ম চালু হওয়ার পর পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বরই ওজন কত তার ওপর নির্ভরশীল ৷ হাইট ও ওজন অনুযায়ী নির্দিষ্ট ওজনের অতিরিক্ত থাকলেই পড়ুয়াদের অন্তত ৭ শতাংশ নম্বর পেতে হবে ৷ তবেই এই কোর্সে পাশ করা যাবে ৷
মার্কশিটে নম্বর কাটা আটকাতে পড়াশোনার পাশাপাশি এখন ফিটনেস নিয়েও সচেতন হয়ে পড়ুয়ারা ৷ বাড়তি ওজন ঝরাতে ট্রেডমিলে দৌড়নো থেকে ডায়েট চার্ট মেনে খাবার খাওয়া সবই শুরু করেছেন তারা ৷

 সূত্র- Click Here 


 

সেক্স টেপ দেখিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেল,সাংবাদিক গ্রেফতার











গাজিয়াবাদে গ্রেফতার সাংবাদিক  দুর্নীতি মামলায় বিনোদ ভার্মাকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশবিবিসিতে সাংবাদিকতা করতেন বিনোদ ভার্মা সেক্স টেপ দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক বিনোদ ভার্মাকে ৷ ছত্তিশগড়ের বিজেপি সরকারের এক মন্ত্রীকে বেশ কয়েকদিন ধরেই তিনি ব্ল্যাকমেল করছিলেন বলে জানা গিয়েছে ৷
অভিযোগ, বিনোদ ভার্মার কাছে ১০০টির বেশি রাজেশ কুমার নামে বিজেপি মন্ত্রীর সেক্স টেপ রয়েছে ৷ যা দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা তোলার চেষ্টা করছিলেন তিনি তার বাড়ি থেকে প্রায় ৫০০টি সিডি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
শুক্রবার সদস্যের পুলিশ টিম গাজিয়াবাদে বিনোদ ভার্মার বাড়িতে হাজির হয়  ছত্তিশগড় ও  উত্তর প্রদেশ পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিনোদকে গ্রেফতার করেলখনউ ডিজিপি দফতরের জনসংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, বিনোদের বিরুদ্ধে রায়পুর জেলার পানদ্রি থানায় ৩৮৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছেবিনোদের কাছ থেকে পেন ড্রাইভ, সিডি, কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ
সপ্তাহের শুরুতে ওই মন্ত্রীর এক সহযোগীকে ফোন করে সিডির বিনিময়ে টাকা দাবি করেনছত্তিশগড় পুলিশের একটি দল দিল্লির এক দোকানে তল্লাশি চালিয়ে ওই সেক্স ভিডিওর ১০০০টা কপি উদ্ধার করেসেই সূত্র ধরেই ভার্মার খোঁজ পায় পুলিশ ৷


সিনেমা হলে জাতীয় সঙ্গীত প্রসঙ্গ : প্রশ্ন গৌতম গম্ভীরের





সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়ানোটা সবার বাধ্যতামূলক কী না, তা নিয়ে অনেকদিন ধরেই নানা কথা উঠেছে ৷ এবিষয়ে নানা বিতর্কিত মতও অনেকে দিয়েছেন ৷ এবার সেই তর্কে অংশগ্রহণ করলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরও ৷ জাতীয় সঙ্গীত বাজবার সময় উঠে দাঁড়ানোটা বাধ্যতামূলক কী না, তা নিয়ে নাইট অধিনায়ক বলেন, ‘‘ ক্লাবের বাইরে ২০ মিনিট দাঁড়ানো যায়, প্রিয় রেস্তোরাঁর বাইরে ৩০ মিনিট দাঁড়ানো যায়, কিন্তু জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়ানো কঠিন ? ’’
গৌতম গম্ভীরের এই টুইট নিয়ে অবশ্য অন্যরকম মতও পোষণ করেছেন অনেকে ৷ জাতীয় সঙ্গীত বাজার সময়টা উঠে দাঁড়ানোটা নিজের ব্যক্তিগত অধিকার বলেও অনেকে মনে করেন ৷ কিন্তু এসব কোনও মন্তব্যেই কিছু এসে যায় না গম্ভীরের ৷ কারণ তাঁর সাফ কথা - মাত্র ৫২ সেকেন্ডের জন্য উঠে দাঁড়ানোটা এমন কোনও কঠিন কাজ নয় ৷
এর আগেও অনেকসময় দেশপ্রেম ও জাতীয়তাবাদের পক্ষে সওয়াল করেছেন গম্ভীর ৷বিভিন্ন সমাজসেবামূলক কাজও সারাবছর করে থাকেন তিনি ৷ গত মাসেই দিল্লিতে বিনামূল্যে লঙ্গরখানা খুলেছে গম্ভীরের ফাউন্ডেশন

সূত্র - Click Here

বিয়ে করছেন কবে? যখন রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র




বিয়ে করছেন কবে? রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র

নয়াদিল্লি: রাহুল গাঁধীকে যে প্রশ্নের মুখে নিয়মিত অবধারিতভাবে পড়তে হয় তা হল তাঁর বিয়ে সংক্রান্ত৪৭ বছরের এই রাজনীতিককে দেখা হলেই লোকে জানতে চান, তিনি বিয়ে করছেন কবেএবার তাঁকে এই প্রশ্ন করলেন অলিম্পিক মেডেলজয়ী বক্সার বিজেন্দ্র কুমার
এক বাণিজ্যিক সামিটে রাহুল আমন্ত্রিত ছিলেন, বিজেন্দ্রওসেখানেই চ্যাম্পিয়ন বক্সার তাঁকে দুটি প্রশ্ন করেনপ্রথম প্রশ্ন, যদি প্রধানমন্ত্রী হন রাহুল, তিনি খেলাধুলোর জন্য কী করবেনকারণ রাজনীতিকরা খেলা নিয়ে ভাবেন এমন নজির বিশেষ নেই
জবাবে রাহুল বলেন, তিনি ব্যায়াম করেন, সাঁতার কাটেন, আইকিডোয় ব্ল্যাক বেল্টকিন্তু এ নিয়ে প্রকাশ্যে কথা বলেন নাপ্রতিদিন ঘণ্টাখানেক কিছু না কিছু খেলাধুলো করেন তিনিতবে শেষ ৩-৪ মাস সময় বার করতে পারেননিবিজেন্দ্র তাঁর খেলাধুলো নিয়ে একটি ভিডিও বার করতে বলেনরাহুলের জবাব, ঠিক আছে
এবার বিজেন্দ্রর দ্বিতীয় প্রশ্নসকলে জানতে চায় রাহুল বিয়ে করবেন কবে প্রধানমন্ত্রী হওয়ার পর কি? রাহুলের জবাব, এতো অনেক পুরনো প্রশ্নযখন হবে হবে, দেখা যাবেতিনি ভাগ্যে বিশ্বাসী

ধর্ষিতার সন্তানের পিতৃ পরিচয় জানতে চাইবে না স্কুল, নির্দেশ মধ্যপ্রদেশে





ভোপাল: ধর্ষিতার সন্তান স্কুলে ভর্তি হতে গেলে জন্মদাতা বাবার নাম-পরিচয় জানতে চাওয়া চলবে না, মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশনের সুপারিশ মেনে স্কুলগুলিকে নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার রাজ্যের শিক্ষা দপ্তর জেলা আধিকারিকদের চিঠি পাঠিয়ে তাঁদের আওতাভুক্ত স্কুলগুলিকে এই নির্দেশ জানিয়ে দিতে বলেছেরাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক জোশী বলেন, আমরাও মানবাধিকার কমিশনের ভাবনার সঙ্গে একমত, যে ধর্ষিতা সন্তানের একমাত্র অভিভাবক, তাঁর সম্মান রক্ষার্থে এটা দরকারতাই শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত, সরকারি বা বেসরকারি, কোনও স্কুলই ধর্ষিতার সন্তানের পিতৃপরিচয় জানতে চাইবে না
জেলা আধিকারিকরা এই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা, সুনিশ্চিত করবেন বলে জানান তিনি
মন্ত্রী বলেন, একজন ধর্ষিতাকে তীব্র মানসিক গ্লানি, যন্ত্রনা সইতে হয় তাঁর সামাজিক সম্মান, গোপনীয়তা রক্ষা করা উচিততাই এ ধরনের ক্ষেত্রে বাবার নাম জানানো ও নথিভুক্ত করা এখন থেকে বাধ্যতামূলক থাকছে না শুধু মায়ের নাম, পরিচয়ই ভর্তির সময় জানতে চাওয়া হবে
দেশের আর কোনও রাজ্য এমন উদ্যোগ নিয়েছে বলে তািনি শোনেননি, বলেন জোশী

সূত্রঃ- http://abpananda.abplive.in/india-news/fathers-name-not-necessary-for-admission-of-rape-survivors-child-in-mp-schools-398438  



এই কাজটি করলেই চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা


পাটনাঃ- সচেতনতা প্রসারে ক্যাম্পেন, কড়া আইন করেও নির্মূল করা যায়নি পণ প্রথা ৷ টাকার বিনিময়ে বিয়ের প্রবণতা বন্ধ করতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷
বাল্য বিবাহ ও পণ নেওয়ার মতো ঘৃণ্য প্রথা বন্ধ করতে সচেষ্ট উদ্যোগী সরকার ৷ রাজ্য থেকে এই দুই জঘন্য প্রথাকে শিকড় থেকে শেষ করতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, কেউ বিয়ের সময় পণ দাবী করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷
এছাড়া বিহারের কোনও রাজ্য সরকারি কর্মী বিয়ের জন্য পণ দাবী করেন তাহলে তাঁকে চাকরি থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন নীতিশ কুমার ৷
উল্লেখ্য, চাকরিতে যোগদানের সময় বিহারের রাজ্য সরকারি কর্মচারীদের একটি শপথ বাক্য পাঠ করতে হয় ৷ যাতে বলা থাকে পণ প্রথা বা বাল্য বিবাহের মতো কোনও কাজকে সমর্থন করবে না ৷ নিজের বা নিজেদের ছেলে মেয়ের বিয়েতে কোনওভাবেই একজন রাজ্য সরকারি কর্মচারী পণ চাইবেন না এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছেলে মেয়ের বিয়ে দেবেন না ৷ এর অন্যথা হলে চাকরি থেকে বরখাস্ত করবে সরকার ৷
তবে সমীক্ষায় দেখা গিয়েছে বাস্তবে এই শপথের প্রভাব পড়ছে না বললেই চলে ৷ বিয়ের সময়ে গোপনেই চলছে পণের আদানপ্রদান ৷ অন্যদিকে, বাল্যবিবাহের হারও কমেনি ৷ তাই আরও কড়া ব্যবস্থা নিতেই চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত ৷
পণপ্রথা ছাড়াও রাজ্য বাল্য বিবাহ বন্ধ করার জন্যেও সচেষ্ট সরকার ৷ বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি বলেন, বাল্য বিবাহ বন্ধের জন্য ‘বন্ধন তোড়’ বলে একটি অ্যাপও লঞ্চ করেছে সরকার ৷ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই জোর করে কারোর বিয়ে দেওয়ার চেষ্টা হলে নাবালিকা বা তাঁর পরিচিত কেউ এই অ্যাপের SOS ফিচারের মাধ্যমে সাহায্য চাইতে পারেন ৷ প্রশাসন তৎক্ষণাৎ তার সাহায্যে সঠিক জায়গায় পৌঁছে যাবে ৷

সূত্র- Click here

২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস



আগামী ২৮ অক্টোবর রাজধানী এক্সপ্রেসের সূচনা হবে। পতাকা নেড়ে যাত্রার সূচনা করবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই। রাজ্য প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে উত্তরপূর্ব সীমান্ত রেল থেকে বার্তা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আগরতলা থেকে ২৮ অক্টোবর রাজধানী এক্সপ্রেসের যাত্রার সূচনা হবে। আগরতলা থেকে দিল্লী গামী এই ট্রেনের যাত্রার সূচনা করতে আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই।
তবে, আগরতলা থেকে এই ট্রেন গুয়াহাটি হয়ে দিল্লীর আনন্দ-বিহার স্টেশনে যাবে। ত্রিপুরার জন্য এই দ্রুতগামী ট্রেনটি আনন্দ-বিহার স্টেশন থেকেই ছাড়বে। নতুন দিল্লী কিংবা পুরানো দিল্লী স্টেশনে যাবেনা।

সূত্র- এখানে ক্লিক করুন

আগামী বছরের গোড়াতেই ভারতের জোড়া চন্দ্রাভিযান





You may Like to visit this Site also:-   Click Here

ভারতের দু’-দুটি চন্দ্রাভিযান হবে আগামী বছরের গোড়ার দিকেইএকটি ইসরোর চন্দ্রযান-২অন্যটি টিম ইন্ডাসের চন্দ্রাভিযানদুটিই হবে দেশের মাটি থেকেটিম ইন্ডাসের মহাকাশযানও চাঁদ মুলুকে রওনা হবে ইসরোর বানানো পিএসএলভি রকেটে চেপেই
আগে চাঁদের কক্ষপথে ২০০৮ সালে ইসরো পাঠিয়েছিল চন্দ্রযান-১আর টিম ইন্ডাসের চন্দ্রাভিযানে একই সঙ্গে পাঠানো হবে অরবিটার, ল্যান্ডার ও রোভার তার মানে, একটি কৃত্রিম উপগ্রহ তো চক্কর মারবেই চাঁদের কক্ষপথে, তার সঙ্গে চাঁদের মাটিতে নামানো হবে একটি ল্যান্ডারচাঁদের মাটি পরীক্ষা করতে চষে বেড়ানোর জন্য পাঠানো হচ্ছে একটি রোভারও
ইসরো সূত্রের খবর, চাঁদে একই সঙ্গে অরবিটার, ল্যান্ডার ও রোভার পাঠানোর লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বাণিজ্যিক শাখা অ্যানট্রিক্স’-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে টিম ইন্ডাসের
সূত্র- http://www.anandabazar.com/others/science/india-s-two-moon-missions-in-early-2018-dgtl-1.650336?ref=strydtl-rltd-science

চাঁদে ৫০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের হদিশ, হতে পারে ভবিষ্যত্ বসতি



















চাঁদের মাটিতে বিশাল এক সুড়ঙ্গের খোঁজ পেলেন জাপানের বিজ্ঞানীরা৫০ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গকে এক দিনের জন্য মানুষের থাকার উপযুক্ত করে তোলা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা ১৯৭১-এ চাঁদের মাটিতে পা ফেলার আগে নাসার বিজ্ঞানীরা দাবি করেছিলেন যে, চাঁদের মাটির নীচে বড় সুড়ঙ্গ আছেআগ্নেয়গিরির অগ্নুত্পাতের ফলে কয়েক মাইল জুড়ে লাভা জমে ফাঁপা অংশের সৃষ্টি হয়বিজ্ঞানীদের দাবি, অনেকটা হাওয়াই দ্বীপের কাউমুনা লাভা টিউবের মতো দেখতে এই সুড়ঙ্গগুলিতবে সে সময় প্রামাণ্য তথ্যের অভাবে বিষয়টা বেশি দূর এগোয়নিসম্প্রতি জাপানের সেলেনোলজিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোরার (সেলেন) মারিয়াস পাহাড়ের কাছে এই সুড়ঙ্গটি খুঁজে পেয়েছে৩০ মাইল বা প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ৩৩০ ফুট চওড়া এই সুড়ঙ্গটিসংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মনে করা হচ্ছে অগ্ন্যুত্পাতের ফলে সাড়ে ৩০০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এটি তবে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)-র এক বিজ্ঞানী জুনিচি হারুইয়ামা এএফপি-কে বলেন, “আমরা জায়গাটা খুঁজে পেয়েছিকিন্তু সেগুলো লাভা টিউব কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নিতিনি আরও বলেন, “আমরা এখনও সুড়ঙ্গের ভিতরটা দেখে উঠতে পারিনিআশা করছি ভিতরে ঢুকতে পারলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবেপাশাপাশি তিনি এটাও জানান, যদি সত্যিই এই সুড়ঙ্গ আশ্রয়ের যোগ্য হয়, তা হলে তা মহাকাশচারীদের তাপ ও তেজস্ক্রিয়তা থেকে বাঁচাবে
চাঁদের অন্য অংশেও বেশ কিছু লাভা টিউবের অবস্থান জানা গিয়েছে বলে জানান বিজ্ঞানীরাআরও ভাল ভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্য জাক্সা নাসার গ্রেল মিশনের সাহায্য নিয়েছেপুর্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে মেলো, যিনি গ্রেল মিশনের এক জন সদস্য, তিনি বলেন, “কত দূর পর্যন্ত এই সুড়ঙ্গ বিস্তৃত তার নিশ্চিত ধারণা নেই আমাদেরতাই নাসার সাহায্য নেওয়া হয়েছে
চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে চিন, জাপান, আমেরিকাবিশেষজ্ঞরা বলছেন, এই সুড়ঙ্গ যদি সত্যিই বাসযোগ্য হয়, তা হলে যুগান্তকারী আবিষ্কার হবে সেটাউপকৃত হবেন চন্দ্রাভিযানে যাওয়া মহাকাশচারীরাও
সূত্র- http://www.anandabazar.com/others/science/scientists-found-tunnel-in-moon-dgtl-1.694228?ref=science-new-stry

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...